ক্যাশ অন ডেলিভারি – Cash on Delivery (COD)

পণ্য হাতে পাবার সময় নগদ টাকা পরিশোধ করতে পারবেন।



সরাসরি ব্যাংক ট্রান্সফার – Direct Bank Transfer

অর্ডার করার পর থেকে পণ্য ডেলিভারির সময় পর্যন্ত যে কোন সময়ে আপনি সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার পরিশোধিত টাকাটি ডেলিভারির সময়ের মধ্যে আমাদের ব্যাংকে ঢুকতে হবে।

এই অপশন ব্যবহার করে সরাসরি ব্যাংক ট্রান্সফার করে পেমেন্ট পাঠাতে চাইলে আমাদেরকে ফেসবুক মেসেজে জানান। আপনাকে বিস্তারিত ব্যাংকের তথ্য জানিয়ে দেয়া হবে।

NPSB (এন পি এস বি)

  • – NPSB (এন পি এস বি) অপশন দিয়ে পাঠালে টাকাটি তাৎক্ষনিক ট্রান্সফার হয়ে যাবে।
  • – আমাদের অ্যাকাউন্ট যেহেতু দ্য সিটি ব্যাংক লিমিটেডে তাই এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পাঠালে কোন সার্ভিস চার্জ কাটবে না।
  • – অন্য বেশকিছু ব্যাংক থেকে পাঠালে (সার্ভিস চার্জ ৮.৭০ টাকা + ভ্যাট ১.৩০ টাকা) ১০ টাকা সার্ভিস চার্জ কেটে নিবে।

BEFTN (বি ইএফটি এন)

  • – BEFTN (বি ইএফটি এন) অপশন দিয়ে পাঠালে টাকা ট্রান্সফার হতে প্রায় অর্ধ কার্যদিবস সময় লাগবে। অর্থাৎ সকালে পাঠালে তা রাতে পৌঁছাবে। দুপুরে পাঠালে তা পরেরদিন সকালে পৌঁছাবে।
  • – যে কোন ব্যাংকের অ্যাকাউন্ট থেকেই এটা পাঠানো যাবে।
  • – এই অপশন দিয়ে পাঠালে কোন সার্ভিস চার্জ কেটে রাখবে না।
My Cart
Wishlist
Recently Viewed
Categories